পাঁচ ব্যাংক একীভূতকরণ: ইউনিয়ন রাজি, সময় চাচ্ছে এক্সিম
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯ | অনলাইন সংস্করণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর একীভূতকরণের উদ্যোগে সম্মতি দিয়েছে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ। তবে এক্সিম ব্যাংক নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য সময় চাচ্ছে। বাংলাদেশ ব্যাংক দুর্বল পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
এ লক্ষ্যে বুধবার ইউনিয়ন ও এক্সিম ব্যাংকের সঙ্গে পৃথক বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ও সোস্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। চার ডেপুটি গভর্নর ও রেজল্যুশন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ইউনিয়ন ব্যাংকের প্রায় ২৮ হাজার কোটি টাকা ঋণের ৯৮ শতাংশ খেলাপি। এক্সিম ব্যাংকের ৫২ হাজার কোটি টাকার প্রায় অর্ধেক ঋণ খেলাপি। ব্যাংক দুটির পক্ষ থেকেও আলাদা উপস্থাপনা দেওয়া হয়, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এম ফরিদ উদ্দীন বলেন, আমানতকারীরা প্রতিনিয়ত টাকা তুলতে পারছেন না। দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
তিনি জানান, ইউনিয়ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ ২৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে। অনেক ঋণগ্রহীতার খোঁজ পাওয়া যাচ্ছে না। বন্ধকিতে দেখানো ১৭ হাজার কোটি টাকার সম্পত্তির প্রকৃত মূল্যও এক হাজার কোটির কম।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, আর্থিক সূচক উন্নয়নে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী সিদ্ধান্তই মূল বিষয়। ব্যাংকটিকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা বাস্তবসম্মত হলে তার বিষয় বিবেচনায় নেওয়া হবে। একজন কর্মকর্তা জানান, ব্যাংকটিকে ভালো অবস্থায় নিতে অন্তত দুই বছর সময় লাগবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, দুর্বল পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সম্ভব হয় এবং আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়।
